অসুস্থতা কাটিয়ে বৃহস্পতিবার কাজে ঝাঁপালেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। এদিন একগুচ্ছ কর্মসূচি নিয়ে নিজের সংসদ এলাকায় ঘুরলেন। প্রথমে জেলা পুলিশ কর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারপর নিজের কার্যালয়ে এসে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন ৷ এরপর টাকি ও হাড়োয়ায় দু’টি অনুষ্ঠানে যোগ দেন। বসিরহাটের জলের সমস্যার কথা তিনি সাংসদে তুলবেন বলেও যান তিনি।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। হাসপাতালে ভরতি থেকে কিছুটা সুস্থ হতে বাড়ি ফেরেন তিনি। তারপর কিছুটা বিরতি। তারপরই কাজে ঝাঁপিয়ে পড়লেন তিনি। বৃহস্পতিবারই নুসরত ছুটে গেলেন নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে। একটা নয়, একগুচ্ছ কাজ নিয়ে তিনি এদিন যান বসিরহাটে। প্রথমে সংগ্রামপুরে পুলিস সুপার অফিসে জেলা পুলিস কর্তাদের সঙ্গে প্রশাসনিক কাজকর্মের বিষয়ে বৈঠক করেন তিনি। এরপরই দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। তারপরও টাকি, হাড়োয়ায় দুটি অনুষ্ঠানে যোগ দেন। তবে অসুস্থতার কারণে স্ত্রী'কে একা ছাড়েননি নুসরতের স্বামী নিখিল জৈন। এদিন আগাগোড়া নুসরতের সঙ্গে ছিলেন তিনি।
অসুস্থতার পরপরই কাজে? প্রশ্নের উত্তরে খোশমেজাজেই অভিনেত্রী সাংসদ বলেন, 'ডাক্তার এখনও এক সপ্তাহ রেস্ট করতে বলেছেন। কিন্তু এত রেস্ট করার সময় আমার কোথায়?' সেইসঙ্গেই তাঁর সংযোজন, 'একদিন রেস্ট করেই আমি প্রথম বসিরহাটে এসেছি। দিল্লিতে যেতে হবে, পার্লামেন্ট সেশন মিস করতে চাই না।'