বলিউড বহুল চর্চিত সারা আলি খান। একের পর এক ছবিতে তার অভিনয়ে মুগ্ধ ফ্যানেরা। এমনিতেই তাঁর হাতে এখন সময় নেই তা‌‌ বেশ স্পষ্ট। লাভ আজ কাল-এর প্রচার করতে করতেই পরের ছবির ঠিক করে ফেললেন নায়িকা। পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ‘আতরঙ্গি রে’ ছবির জন্য তামিল অভিনেতা ধনুসের বিপরীতে দেখা যাবে তাঁকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অক্ষয় কুমার।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে ফার্স্টলুক শেয়ার করেছেন এই ছবির। তিন অভিনেতা অক্ষয়, সারা ও ধনুসের ছবিও পোস্ট করেছেন তিনি। ২০২০-র ১ মার্চ থেকে হিমাংশু শর্মার লেখা এই ছবির শুটিং শুরু হবে।

সম্প্রতি সারা আলি খান ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘আতরঙ্গি রে’-র ফার্স্টলুক। আনন্দ এল রাইয়ের পরিচালনায় ২০২১-এর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। তবে প্রথমবার আনন্দ এল রাইয়ের সঙ্গে কাজ করছেন অক্ষয় কুমারও।

Find out more: