ভারতীয় টেলিভিশনে নয়া নজির গড়লেন কমেডিয়ান ভারতী সিং। জানা গিয়েছে, এই প্রথম গর্ভবতী অবস্থায় কোন মহিলা সঞ্চালক হিসেবে রিয়েলিটি শো-তে কাজ করবেন। ভারতী জানান, তিনি গর্ভাবস্থায় মহিলাদের কাজ চালিয়ে যাওয়ার ধারণাটিকে স্বাভাবিক করতে চেয়েছিলেন। ভারতীকে কীভাবে তার পরিবার সতর্কতার তালিকা দিয়ে ভয় দেখিয়েছিল সেকথাই একটি ভিডিওতে মজার ছলে তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, 'আমি সেটে পৌঁছেছি। আমি কিছুটা ভয় পাচ্ছি যে আমি এই পরিস্থিতিতে শুটিং করছি' ভারতী তার গর্ভবতী হওয়ার কথা উল্লেখ করে বলেন, 'তবে আমি প্রচুর ভালবাসা ও আশীর্বাদ পাচ্ছি এবং আমার দল এবং পরিবার আমাকে ঘিরে রয়েছে। সুতরাং, আমার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।'

তবে ভারতী শ্যুট করবেন জেনে সঞ্চালিকার মা বেশ চিন্তিত। সে কথা জানিয়ে মায়ের উদ্দেশে ভারতী বলেন, ‘‘মা, তোমার প্রজন্মের সমস্ত মহিলাকে জানাই, এখন সময় বদলেছে। অন্তঃসত্ত্বা হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে বসে থাকার চল আর নেই৷ তাই আমি কাজ করব।’’ আগত সন্তানকে নিয়ে উত্তেজিত হর্ষও। বললেন, ‘‘প্রথম দিনটা কেটে গেলেই সকলের চিন্তা কমে যাবে।’’ এছাড়া ভারতী রসিকতার উদাহরণ হামেশাই পাওয়া যায়। এই ভিডিয়োতেও নিজের প্রতিভার ছোঁয়া রাখতে ভোলেননি তিনি। বলেছেন, ‘‘আমার গর্ভে তো আমার সন্তান আছে। কালার্স বেশ চালাক। আমাদের পরিবারের তিন জনকে দিয়ে কাজ করিয়ে দু'জনের পারিশ্রমিক দিচ্ছে।’’ মা হওয়ার আগে ভারতী নিজের ওজন কমিয়েছেন ইন্টারমিটেন্ট ডায়েট করে। সন্ধ্যা ৭টার পর থেকে তিনি কিছুই খেতেন না। যতই লোভনীয় খাবার দেওয়া হোক না কেন, তিনি চেখেও দেখতেন না। এ ভাবেই তিনি ১৫ কিলো ওজন ঝরিয়েছেন।

Find out more: