দেশের রাজধানীতে সতর্ক বার্তা দিলেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক জইশ-ই-মহম্মদের ৪ সন্ত্রাসবাদী দিল্লিতে প্রবেশ করেছে এবং উৎসবের সময়েই সেখানে হামলা চালানোর পরিকল্পনা করছে।
ওই ৪ সন্ত্রাসবাদী সশস্ত্র বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রগুলি বলছে, রাজধানীতে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গত (বুধবার) সন্ধ্যায় দিল্লি পুলিশের একটি বিশেষ সেল একটি সতর্কবার্তা পায়। এই সতর্কতার পরেই দিল্লি জুড়ে চিরুণী তল্লাশি শুরু হয়েছে। বিশেষত দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে ওই সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চলছে। নিরাপত্তা সংস্থাগুলি জানতে পেরেছে যে ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তি করা এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যেই ওই সন্ত্রাস হামলার ছক কষা হয়েছে।


Find out more: